ইংল্যান্ড সফরে দুর্দান্ত গিল, চোখ এখন ব্র্যাডম্যান–গাভাস্কারের রেকর্ডে

          Fresh Blow To India Ahead Of England Tests: Shubman Gill Set To Skip This  Crucial Match - Report | Cricket News

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ ব্যাটার শুভমান গিল। তার নেতৃত্বেই মাঠে নামছে ভারতীয় দল।

ইতোমধ্যে সিরিজের দুই টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন গিল। এখন পর্যন্ত তার সংগ্রহ ৫৮৫ রান। এর মাধ্যমে তিনি কেবল দলের সাফল্যেই নয়, ব্যক্তিগত মাইলফলকের কাছেও পৌঁছে গেছেন।

এই ফর্ম ধরে রাখতে পারলে গিলের সামনে রয়েছে ক্রিকেট ইতিহাসের বেশ কয়েকটি উল্লেখযোগ্য রেকর্ড ভাঙার সুযোগ। সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান, ভারতের কিংবদন্তি সুনিল গাভাস্কারসহ আরও অনেক গ্রেট ক্রিকেটারের দীর্ঘদিনের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে।

এই তরুণ ব্যাটসম্যানের ধারাবাহিক সাফল্য ভারতের ভবিষ্যতের জন্য যেমন আশার আলো, তেমনি আন্তর্জাতিক ক্রিকেটেও নতুন ইতিহাসের দ্বার উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে।

Next Post Previous Post