৩ আগস্ট হবে স্বৈরাচারমুক্ত বাংলাদেশের ইশতেহার: এনসিপির ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আগে একটি রাজনৈতিক দল চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের পাহারা দিত, এখন সেই একই সিস্টেম আরেকটি দল টিকিয়ে রেখেছে। তিনি বলেন, তারা শুধু একজন ব্যক্তির পতন নয়, গোটা দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থার পরিবর্তন চেয়েছেন। সোমবার পটুয়াখালী শহরের সার্কিট হাউস চত্বরে আয়োজিত এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে শহরের বিভিন্ন সড়কে পথযাত্রা অনুষ্ঠিত হয়। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ নেতারা, যারা গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের পক্ষে অবস্থান নেন।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর অবসান ঘটিয়ে একটি নতুন ও ন্যায়ের ভিত্তিতে রাজনৈতিক ব্যবস্থা গড়ার জন্যই তারা আন্দোলনে নেমেছেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় থেকেই এনসিপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। পথসভায় তিনি বাংলাদেশের ‘মুজিববাদ’ শব্দের সমালোচনা করে বলেন, এই আদর্শ রাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি করেছে এবং এখন একে টিকিয়ে রাখতে নতুন এক দল পাহারার দায়িত্ব নিয়েছে— যাদের প্রতিহত করতে হবে।
এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত বছরের ৩ আগস্ট যেখান থেকে "হাসিনা পতনের ইশতেহার" দেওয়া হয়েছিল, এ বছর সেখান থেকেই হবে "স্বৈরাচারমুক্ত বাংলাদেশের ইশতেহার"। তিনি নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলেন পরবর্তী লড়াইয়ের জন্য, যা আরও কঠিন হতে যাচ্ছে। পথসভা শেষে এনসিপি নেতারা জানান, তাঁদের রাজনৈতিক যাত্রা চলমান থাকবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের সংগ্রামে তাঁরা পিছপা হবেন না