ফেনীতে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে, চট্টগ্রামে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

ফেনী জেলার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় এই দুটি নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং জেলার বন্যা পরিস্থিতিও আপাতত অপরিবর্তিত থাকবে। তবে ২৪ ঘণ্টা পর থেকে পানি হ্রাস পেতে পারে, যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটাতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলের চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছিল, যা বৃষ্টিপাত বৃদ্ধির একটি কারণ বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম অঞ্চলে হালদা নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং তা বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এর ফলে নদীসংলগ্ন নিচু এলাকাগুলোতে স্বল্পমেয়াদি জলাবদ্ধতা বা বন্যা দেখা দিতে পারে, তবে পরিস্থিতি পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।
সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীগুলোর পানি বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এ প্রবণতা অব্যাহত থাকতে পারে, তবে দুই দিনের মধ্যে তা স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে পারে। একই অঞ্চলের সুরমা নদীর পানি কমছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। এই নদী অববাহিকায় আগামী তিন দিন পর্যন্ত মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের একজন নির্বাহী প্রকৌশলী জানান, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি এখন স্থিতিশীল আছে এবং আগামী দুই দিন কিছুটা বাড়লেও তা বিপৎসীমার নিচেই থাকবে। গঙ্গা ও পদ্মা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তবে তা এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।