বাংলাদেশ–পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করলো বিসিবি

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের টিকিট মূল্য প্রকাশ করেছে। সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা উপভোগ করা যাবে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা।

এ ছাড়া ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়, আন্তর্জাতিক গ্যালারির জন্য ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে বসতে হলে গুনতে হবে ২৫০০ টাকা। সর্বোচ্চ মূল্য নির্ধারিত হয়েছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ (করপোরেট বক্স)–এর জন্য, যার টিকিট মূল্য ৩৫০০ টাকা।

এবারের সিরিজে সকল দর্শককে টিকিট কিনতে হবে অনলাইনের মাধ্যমে। টিকিট পেতে হলে দর্শকদের ‘gobcbticket.com.bd’ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, একই নামের একটি মোবাইল অ্যাপও রয়েছে। একজন ব্যবহারকারী একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

যেসব টিকিট অনলাইনে বিক্রি হবে না, সেগুলো ম্যাচের দিন সকাল থেকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে স্থাপিত দুটি বুথে পাওয়া যাবে। এছাড়া ‘জুলাই আন্দোলনে’ আহত ১০০ জন ব্যক্তিকে বিনামূল্যে টিকিট দেওয়া হবে।

টিকিট বিক্রির জন্য বিসিবির সঙ্গে মধুমতি ব্যাংকের তিন বছরের চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকটি বিসিবিকে তিন কোটি টাকা দেবে। এবারও টিকিট বিক্রির দায়িত্বে থাকছে মধুমতি ব্যাংক।

নানা অনিশ্চয়তার পর বাংলাদেশ–পাকিস্তান সিরিজের সম্প্রচারও নিশ্চিত হয়েছে। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে নাগরিক টিভি ও টি–স্পোর্টস চ্যানেলে।

প্রথম টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। তিনটি ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে এবং ভেন্যু নির্ধারিত হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

Next Post Previous Post