তানজানিয়ায় জন্মদিন উদযাপন করলেন মালালা, শিক্ষার অধিকার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন

 

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই তাঁর ২৮তম জন্মদিন পালন করেছেন আফ্রিকার দেশ তানজানিয়ায়। জন্মদিনেও মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

১২ জুলাই (শনিবার) তানজানিয়ায় এই প্রথমবারের মতো সফরে গিয়ে স্থানীয় অধিকারকর্মী ও মালালা ফান্ডের অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ২০২২ সাল থেকে দেশটিতে কার্যক্রম পরিচালনা করছে অলাভজনক সংস্থাটি, যা মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

তানজানিয়া সফর নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টে মালালা লেখেন, ‘পাকিস্তানে বেড়ে ওঠার সময় স্কুল ছিল আমার সবচেয়ে প্রিয় জায়গা। শিক্ষা আমাকে স্বপ্ন দেখাতে শিখিয়েছিল। সেই অধিকার কেড়ে নেওয়ার পর আমি বন্ধুদের সঙ্গে তা ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছিলাম। আজ আবার শ্রেণিকক্ষে ফিরে এসে তানজানিয়ার মেয়েদের মাঝে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। মনে হলো—এই সংগ্রাম এখনো কতটা জরুরি।’

মালালার জন্ম ১৯৯৭ সালের ১২ জুলাই, পাকিস্তানের সোয়াত জেলায়। নারীশিক্ষা নিয়ে সরব হওয়ার কারণে ২০১২ সালে তালেবানদের গুলির শিকার হন তিনি। প্রাণে বেঁচে ফিরে হয়ে ওঠেন নারীশিক্ষার প্রতীক। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন, যা তাঁকে সবচেয়ে কম বয়সী নোবেলজয়ীর মর্যাদা এনে দেয়।

২০১৩ সালের তাঁর ১৬তম জন্মদিনে জাতিসংঘ ‘মালালা দিবস’ ঘোষণা করে। পরে ২০১৭ সালে তিনি জাতিসংঘের শান্তির দূত নির্বাচিত হন। তাঁর আত্মজীবনী "I Am Malala: The Girl Who Stood Up for Education and Changed the World" বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।

Next Post Previous Post