কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণ, দায় স্বীকার খালিস্তানি গোষ্ঠীর
কানাডার ব্র্যাম্পটনে বলিউড কমেডিয়ান কপিল শর্মার মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’তে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে মুখোশধারী একদল বন্দুকধারী চলন্ত গাড়ি থেকে ক্যাফেটির সামনে গুলি চালায়।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্র্যাম্পটন পুলিশের বরাত দিয়ে জানানো হয়, দুষ্কৃতীরা বহুতল ভবনের নিচতলায় অবস্থিত ওই ক্যাফের সামনেই বসা অবস্থায় গুলি চালায়। সিসিটিভি ফুটেজে তাদের অস্ত্র হাতে দেখা গেছে।
এই হামলার দায় স্বীকার করেছে খালিস্তানি জঙ্গি সংগঠনের নেতা হরজিং সিং লাড্ডি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সাম্প্রতিক কিছু মন্তব্যের জন্য কপিল শর্মাকে সতর্ক করতেই এই হামলা। এটি ছিল কেবল একটি বার্তা।”
তদন্তকারী কর্মকর্তারা জানাচ্ছেন, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, কিংবা মূল লক্ষ্য আসলে ক্যাফেটিই ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। দায় স্বীকারের পর তদন্ত আরও গুরুত্ব সহকারে এগিয়ে নেওয়া হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্তে অভিযান চলছে।
এ ঘটনার পর কপিল শর্মার টিম এক বিবৃতিতে জানায়, “আমরা চেয়েছিলাম এই ক্যাফেটি হয়ে উঠুক সবার জন্য একটি নিরাপদ, আনন্দময় আড্ডার জায়গা। এমন হিংসাত্মক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত, তবে হাল ছাড়ছি না।”
প্রসঙ্গত, কপিল শর্মা সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করেছেন। হিন্দি সিনেমায়ও তার অভিনয় প্রশংসিত হয়েছে। কানাডায় ‘ক্যাপস ক্যাফে’ তাঁর একটি ব্যবসায়িক উদ্যোগ, যা মূলত প্রবাসী ভারতীয়দের মাঝে জনপ্রিয় হয়ে উঠছিল।
এই হামলার পর তাঁর অসংখ্য অনুরাগী সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন।