“দুর্নীতিবাজদের বয়কট করুন, এনসিপি থাকবে আপনাদের পাশে”—নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, যারা এসব অপকর্মে লিপ্ত বা তাদের পৃষ্ঠপোষকতা করেন, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তিনি আশ্বাস দেন, জাতীয় নাগরিক পার্টি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড়বাজারের শহীদ হাসান চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই পথসভা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীরা এখনো রাজপথে সক্রিয় রয়েছেন এবং জনগণের সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণ যদি তাদের পাশে থাকে, তবে তারা হতাশ হবেন না। প্রবল বর্ষণের মধ্যেও সভায় আগত মানুষের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সীমান্তে দীর্ঘদিন ধরে বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে। শুধু চুয়াডাঙ্গাতেই দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, এখন থেকে দেশের মানুষই নিজেদের সীমান্ত, মানচিত্র ও জীবন রক্ষার দায়িত্ব পালন করবে।
সীমান্ত ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে তা হতে হবে সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ যেমন ভারতের ওপর নির্ভরশীল, তেমনি ভারতও বাংলাদেশের ওপর নির্ভরশীল। কাজেই, বাংলাদেশের মাটি, মানচিত্র ও মানুষের রক্ষা করার দায়িত্ব ছাত্র ও যুব সমাজের, আর এনসিপি সেই লক্ষ্যে কাজ করে যাবে।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এই সরকার হাজারের বেশি মানুষকে গুলি করে হত্যা করেছে এবং বহু মানুষকে আহত করেছে। তিনি দাবি করেন, এই ঘটনার পেছনে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল, যা আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসিও উল্লেখ করেছে। এ হত্যাকাণ্ডের জন্য তিনি শেখ হাসিনা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দায়ী করেন।
এদিন সকালে মেহেরপুরের গাংনী থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শুরু করে হাটবোয়ালিয়া বাজারে পৌঁছান, যেখানে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজেও তাদের অভ্যর্থনা জানান। পরে আলমডাঙ্গা উপজেলা শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাদের সংবর্ধনা দেন। সেখান থেকে তারা চুয়াডাঙ্গা শহরের পথে যাত্রা করেন। শহীদ হাসান চত্বরে আয়োজিত পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, অতীতে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্বপ্ন এখনো পূরণ হয়নি। সেই আকাঙ্ক্ষা পূরণে সবাইকে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। এ সময় উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।