ইরানে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত ফ্রান্সের দুই নাগরিক
ইরানে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফ্রান্সের দুই নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন সিসিল কোহলার (৪০) এবং তাঁর সঙ্গী জ্যাক প্যারিস (৭২)। ২০২২ সালের মে মাস থেকে তাঁরা ইরানে আটক রয়েছেন।
বুধবার কূটনৈতিক সূত্র এবং তাঁদের পরিবারের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সূত্র অনুযায়ী, এই দম্পতির বিরুদ্ধে ইরানে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করারও অভিযোগ রয়েছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে ইরানি দণ্ডবিধির ‘পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি’ সংক্রান্ত ধারায় অভিযোগ আনা হয়েছে, যা দেশটিতে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এই অভিযোগে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
তবে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেনি। সাম্প্রতিক সময়ে তেহরানে অবস্থিত এভিন কারাগারে ফরাসি কূটনীতিকদের সঙ্গে তাঁদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর পরপরই এই তথ্য সামনে আসে।
সিসিল কোহলার ও জ্যাক প্যারিস বর্তমানে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি রয়েছেন। ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে এই কারাগার সম্প্রতি ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়। ইরান জানিয়েছে, ওই হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন।