ইসরায়েলের সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর ৪ হাজার যোদ্ধা নিহত: আল-হাদাথ
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত ৪ হাজার যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথ। নিহতদের মধ্যে গোষ্ঠীটির একাধিক কমান্ডার ও শীর্ষস্থানীয় নেতাও রয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটে। সংঘাত চলাকালীন বিপুলসংখ্যক সদস্য হতাহত হলেও বর্তমানে সংগঠনটির প্রায় ৬০ হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন বলে দাবি করা হয়েছে। তাঁর মৃত্যুর পর সংগঠনের অন্তত দুই হাজার সদস্য নিষ্ক্রিয় হয়ে পড়েন।
হিজবুল্লাহ এক সময় লিতানি নদীর দক্ষিণাঞ্চলের প্রায় ৮০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণে ছিল। যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী, বর্তমানে ওই অঞ্চল লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং হিজবুল্লাহ সেখানে আর কার্যক্রম চালাতে পারবে না।
এছাড়া লেবাননের বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মাঝারি ও ভারী পাল্লার বহু অস্ত্র ধ্বংস হয়ে গেছে কিংবা লেবাননের সেনাবাহিনী তা জব্দ করেছে।
