“বেইত হানুনে ইসরায়েলি বাহিনীকে মাটিতে মিশিয়ে দিয়েছি” — হামাস মুখপাত্র

 

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা দাবি করেছেন, বেইত হানুনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো হামলায় দখলদার বাহিনীকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করা হয়েছে। তিনি বলেন, এ হামলা ইসরায়েলি সেনাবাহিনীর মর্যাদার ওপর বড় ধাক্কা।

মঙ্গলবার (৮ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আবু ওবায়দা বলেন, “উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গাজা উপত্যকাজুড়ে প্রতিরোধ যোদ্ধারা সফল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় ইসরায়েলি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।”

তিনি জানান, প্রতিরোধ যোদ্ধারা সেই স্থানগুলো থেকেই হামলা শুরু করেছেন, যেগুলো ইসরায়েলি বাহিনী একসময় ধ্বংস করে নিস্তব্ধ করে দিয়েছিল বলে মনে করত। তাঁর ভাষায়, “আমাদের যোদ্ধারা ধ্বংসস্তূপ থেকেই ফিরে এসে শত্রুকে আঘাত হেনেছে।”

আবু ওবায়দা আরও বলেন, “গাজার প্রতিটি প্রান্তে আমাদের যোদ্ধারা কিছুটা ক্ষয়ক্ষতির শিকার হলেও, দখলদার বাহিনীর ক্ষতি তার চেয়েও বহু গুণ বেশি। ভবিষ্যতের সংঘর্ষে আরও ইসরায়েলি সেনার প্রাণ যাবে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেন, “গাজার ভেতরে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত ছিল এক মারাত্মক ভুল। এতে শুধু ইসরায়েলের ক্ষয়ক্ষতিই বাড়বে, সেই সঙ্গে তাদের সামরিক ব্যর্থতাও দীর্ঘায়িত হবে।”

Next Post Previous Post