‘মব কালচারের পেছনে রয়েছে প্রশাসনিক স্থবিরতা ও কালো টাকার প্রভাব’ — রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনিক স্থবিরতা, কালো টাকা ও গোপন অপতৎপরতার কারণে সমাজে ‘মব কালচারের’ প্রভাব বাড়ছে।
মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলা তৈরির পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে। প্রযুক্তিকে ব্যবহার করে বিএনপির নামে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।"
রিজভীর অভিযোগ, "এই সব অপতৎপরতা ও গুজব গণতন্ত্রের পথচলায় বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে—নির্বাচন পেছানোর সুপরিকল্পিত কৌশল এটাই।"
তিনি আরও বলেন, "যারা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে দল তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। শেখ হাসিনার শাসনামলে যেমন অদ্ভুত উন্নয়নের গল্প শোনা যায়, তেমনি এখন নির্বাচনের সময় নিয়েও নানা বয়ান দেওয়া হচ্ছে।"