কুয়েতে হজ নিবন্ধনে আসছে লটারি পদ্ধতি
কুয়েত সরকার হজযাত্রী নিবন্ধনে স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নতুন একটি লটারি পদ্ধতি চালু করতে যাচ্ছে। ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ২০২৫ সালের হজ মৌসুম থেকে কুয়েতি নাগরিক এবং দেশটিতে স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিরা সাহেল নামের ই-গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনকারীর জন্য ১০ কুয়েতি দিনার (প্রায় ৪ হাজার ১৬ টাকা) অফেরতযোগ্য ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পর লটারির মাধ্যমে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে, এবং নির্বাচিতদের নিবন্ধন নিশ্চিত করতে ১,৫০০ কুয়েতি দিনার (প্রায় ৬ লাখ ২ হাজার টাকা) জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে সেই আবেদন বাতিল হয়ে যাবে এবং অপেক্ষমান তালিকা থেকে নতুন ব্যক্তিকে নির্বাচিত করা হবে। পুরুষ আবেদনকারীরা একা বা পাঁচজন আত্মীয়কে নিয়ে দলগতভাবে আবেদন করতে পারবেন, তবে নারীদের ক্ষেত্রে মাহরাম থাকা বাধ্যতামূলক, এবং সেই মাহরামকে অবশ্যই পূর্বে হজ পালন করা অভিজ্ঞ হজযাত্রী হতে হবে। কুয়েত সরকারের এই উদ্যোগ হজ ব্যবস্থাপনায় ডিজিটাল স্বচ্ছতা ও সুযোগের সমতা প্রতিষ্ঠার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।