দুই দিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও দক্ষিণবঙ্গ, বিপর্যস্ত জনজীবন
টানা দুই দিনের ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ আশপাশের বহু এলাকা পানিতে ডুবে গেছে। শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কলকাতা পৌরসভা রাস্তার পানি সরাতে পাম্প চালাচ্ছে, তবে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।
লেক টাউন, উল্টোডাঙ্গা, রাজাবাজার, বেহালা, টালিগঞ্জ, গলফ গ্রিনসহ শহরের বেশ কিছু এলাকার সড়কে পানি জমে গেছে। কোনো কোনো জায়গায় যান চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে নামানো হয়েছে নৌকা। অনেক রাস্তায় বাস, ট্যাক্সি ও রিকশার চলাচল সীমিত, কিছু এলাকায় হাতে টানা রিকশা চললেও ভাড়া বেড়েছে।
কলকাতার ইএম বাইপাসসহ গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে দুর্ভোগ আরও বেড়েছে। একই সঙ্গে শিয়ালদহ, হাওড়া, বনগাঁ, ক্যানিং, বজবজসহ বিভিন্ন রেললাইনে পানি উঠে পড়ায় রেল চলাচলও ব্যাহত হয়েছে।
শুধু কলকাতাই নয়, রাজ্যের দক্ষিণবঙ্গের কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বর্ধমান, পুরুলিয়াসহ বিভিন্ন জেলার রাস্তাঘাট ও শস্যখেত প্লাবিত হয়েছে।
জলপাইগুড়ির তিস্তা নদীর আশপাশে জারি করা হয়েছে সতর্কতা, এবং দীঘা ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যাঁরা সমুদ্রে গেছেন, তাঁদের দ্রুত ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।