যুক্তরাষ্ট্রের শুল্ক এখনো চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা: অর্থ উপদেষ্টা

 


বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে ওয়ান-টু-ওয়ান আলোচনার মাধ্যমে সমাধান বের করার চেষ্টা চলছে। এ লক্ষ্যে আগামীকাল (৯ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের (ইউএসটিআর) সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (গতকাল) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “আমাদের বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে আছেন। তিন দিন আগে গেছেন। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে। ৮ জুলাই (মার্কিন সময়) সকালে বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের পরই প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।”

বৈঠকে কোনো ইতিবাচক অগ্রগতি আশা করা যায় কি না—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, “আমরা আশাবাদী। আলোচনার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে। প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ভিয়েতনাম যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক হ্রাসে সফল হতে পারে, তবে বাংলাদেশ কেন পারছে না—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় ১২৫ বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশের ঘাটতি মাত্র ৫ বিলিয়ন। আমাদের এত কম ঘাটতি থাকলেও আমাদের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক বসানো ন্যায্য নয়।”


Next Post Previous Post