ট্রাম্প-মাস্ক দ্বন্দ্বের প্রভাব: স্পেসএক্সের হাইপারসনিক প্রকল্প স্থগিত করল মার্কিন বিমানবাহিনী
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যে এবার বড় ধাক্কা খেল স্পেসএক্স। মাস্কের প্রতিষ্ঠানটির সঙ্গে মার্কিন বিমানবাহিনীর প্রস্তাবিত হাইপারসনিক রকেট কার্গো ডেলিভারি প্রকল্প সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মার্কিন বিমানবাহিনী জানায়, পরিবেশগত উদ্বেগের কারণে এই প্রকল্পের কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে পরীক্ষামূলকভাবে উচ্চগতির রকেট অবতরণ করার কথা ছিল। তবে বিজ্ঞানী ও পরিবেশবাদীরা জানিয়েছেন, দ্বীপটি বিভিন্ন বিরল সামুদ্রিক পাখির আবাসস্থল হওয়ায় প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই অঞ্চলের বাস্তুতন্ত্রের ক্ষতি হতে পারে।
উল্লেখযোগ্য যে, এই দ্বীপটিতে ফ্রিগেটবার্ড ও বুবি পাখিসহ অন্তত ১৪টি প্রজাতির পাখির গুরুত্বপূর্ণ প্রজননক্ষেত্র রয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে ৯০ মিনিটে ১০০ টন মালামাল পরিবহনের পরিকল্পনা থাকলেও পরিবেশগত উদ্বেগের কারণে স্থান পরিবর্তনের চিন্তা করছে সামরিক বাহিনী।
এর আগে, ২০২৩ সালে টেক্সাসের বোকা চিকা এলাকায় স্পেসএক্সের একটি উৎক্ষেপণকে ঘিরেও পরিবেশগত ক্ষতির অভিযোগ ওঠে। সে সময় পাখির বাসা ধ্বংস হওয়ায় আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
স্পেসএক্সের প্রতি সরকারের অবস্থান পরিবর্তনের পেছনে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাবও অস্বীকার করা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইলন মাস্কের সমালোচনা করে তাঁর সঙ্গে থাকা সরকারি চুক্তিগুলো বাতিলের হুমকি দেন। মাস্কও পাল্টা সমালোচনা করেছেন ট্রাম্পের করনীতি ও ব্যয় পরিকল্পনা নিয়ে। একসময় ঘনিষ্ঠ হলেও বর্তমানে তাঁদের সম্পর্কে স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে।
মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, তারা এখন প্রকল্প বাস্তবায়নের জন্য পরিবেশবান্ধব ও কম ঝুঁকিপূর্ণ বিকল্প স্থান খুঁজছে।