ব্যাটসম্যানদের মানসিক ফিটনেস ও আচরণ নিয়ে প্রশ্ন তুললেন আকরাম খান

 ‘আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার বাংলাদেশের। প্রথম ম্যাচে ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২৪৮ রান করে ১৬ রানের জয় পেলেও শেষ ম্যাচে ২৮৬ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে মাত্র ১৮৬ রানে অলআউট হয়ে ৯৯ রানে হারে টাইগাররা।

এই হারের পেছনে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। বুধবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার মনে হচ্ছে, তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে না। মনে হচ্ছে, ওভার কনসাস হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। অনেক চাপ নিয়ে ফেলছে।’

আকরাম আরও বলেন, ‘দূর থেকে খেলা দেখে মনে হয়েছে খেলোয়াড়রা অতিরিক্ত চাপে আছে। কেন চাপে থাকে, সেটা জানি না। কিন্তু আপনি যখন চাপে থাকবেন, তখন স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না। ওদের ব্যাটিং স্টাইল, ভুলগুলো, এমনকি অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না, তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।’

ব্যাটসম্যানদের আচরণ নিয়েও হতাশা প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘কেউ রানআউট হয়ে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে, যেন সে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ এখানে কেউ একা সেরা খেলোয়াড় নয়। সবাই গুরুত্বপূর্ণ। এসব আচরণ দলকে নেতিবাচক দিকে ঠেলে দেয়। উন্নতির জন্য শুধু ব্যাটিং নয়, মানসিকতা ও আচরণেও পরিপক্ব হতে হবে।’

আকরাম খান আরও বলেন, ‘এগুলো ব্যাটসম্যানদের জন্য খুবই সাধারণ বিষয়। যেসব ভালো দল আছে, তাদের খেলায় এমন ভুল দেখা যায় না। তারা ম্যাচ হারলেও এই ধরনের মানসিক ভুল করে না। কিন্তু আমাদের দল গত দুই বছর ধরে বারবার একই ভুল করছে। এটা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে বের হতে না পারলে চাপ বাড়বে, পারফরম্যান্স হবে না, আর দল নেতিবাচক পরিবেশেই ডুবে থাকবে।’

আকরামের মতে, বাংলাদেশের ব্যাটসম্যানদের এখন প্রয়োজন আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা এবং দায়িত্বশীল ক্রিকেটীয় আচরণ—না হলে উন্নতি থেমে থাকবে।

Next Post Previous Post