যুক্তরাজ্যে সামরিক ঘাঁটিতে বিক্ষোভের ঘটনায় চারজন গ্রেপ্তার, নিষিদ্ধের মুখে ‘প্যালেস্টাইন অ্যাকশন’

 


যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভিযোগ রয়েছে, বিক্ষোভ চলাকালে সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছিল।

পুলিশ জানায়, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক একটি কর্মী সংগঠন গত সপ্তাহে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টনে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (RAF) ঘাঁটিতে বিক্ষোভ চালায়। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ২০ জুন ওই ঘাঁটিতে সংগঠনটির দুই কর্মী প্রবেশ করে জ্বালানি পরিবহন ও রিফুয়েলিং কাজে ব্যবহৃত দুটি বিমানে লাল রঙ স্প্রে করেন।

সাউথ ইস্ট কাউন্টার টেরোরিজম পুলিশিং (CTPSE) এক বিবৃতিতে জানায়, শুক্রবার ২৯ বছর বয়সী এক নারী এবং ২৪ ও ৩৬ বছর বয়সী দুই পুরুষকে 'সন্ত্রাসবাদ-সম্পর্কিত কর্মকাণ্ডের প্রস্তুতি বা প্ররোচনার' অভিযোগে আটক করা হয়েছে। একইসঙ্গে, ৪১ বছর বয়সী এক নারীকে ‘একজন বিক্ষোভকারীর সহায়তা’র অভিযোগে গ্রেপ্তার করা হয়।

‘প্যালেস্টাইন অ্যাকশন’ এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনের গণহত্যা বন্ধে অহিংস প্রতিরোধকে দমন করার চেষ্টা। তাদের ভাষ্য, যুক্তরাজ্যের সরকার ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিকে দমিয়ে দিতে এসব ব্যবস্থা নিচ্ছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা সামরিক ঘাঁটির ভেতরে প্রবেশ করেন এবং একজন ব্যক্তি একটি এয়ার-টু-এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কারে লাল রঙ স্প্রে করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার এ ঘটনাকে 'লজ্জাজনক' বলে উল্লেখ করেছেন। ঘটনাটির পর স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।

তবে সংগঠনটির একজন মুখপাত্র বলেছেন, “এই নিষেধাজ্ঞা অস্ত্র কোম্পানিগুলো ও ইসরায়েলপন্থী গোষ্ঠীর চাপের ফসল, যারা আমাদের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

উল্লেখ্য, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ পূর্বেও বিভিন্ন স্থানে প্রতীকী বিক্ষোভ করেছে, যার মধ্যে রয়েছে লন্ডনে অ্যালিয়ানজ ইন্স্যুরেন্স অফিসে রঙ ছিটানো এবং স্কটল্যান্ডে ট্রাম্পের টার্নবেরি গল্ফ কোর্সে ভাঙচুরের ঘটনা।

Next Post Previous Post