চীনা সাংবাদিক আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায়
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন চীনা টিভি সাংবাদিক আহত হয়েছেন। তিনি ওই এলাকায় প্রতিবেদনের কাজে নিযুক্ত ছিলেন। শুক্রবার (২৭ জুন) বার্তা সংস্থা এএফপি তার কর্মস্থলের বরাতে এ তথ্য জানায়।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত ফিনিক্স টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রতিবেদক লু ইউগুয়াং বৃহস্পতিবার বিকেলে হামলায় আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, লু মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় লু কোরেনেভো গ্রামে অবস্থান করছিলেন এবং সেখানে এক চলচ্চিত্রকর্মীর সঙ্গে ছিলেন।
মস্কো অভিযোগ করেছে, কিয়েভ ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এ ঘটনায় ‘দায়িত্বশীল দেশগুলোর’ প্রতিক্রিয়া ও নিন্দা দাবি করেছে।