উত্তর গাজায় হামাসের টানেল ধ্বংসের দাবি ইসরায়েলের

 









উত্তর গাজার বেইত হানুনে হামাসের একটি টানেল গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালের গাজা যুদ্ধ—‘অপারেশন প্রোটেক্টিভ এজ’-এর সময় যে ভূগর্ভস্থ টানেল ব্যবহার করে হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল, সেটিই এবার ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “ওই টানেলটি ব্যবহার করে হামাস যোদ্ধারা বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যা করেছিল। সেনারা সম্প্রতি সেটি শনাক্ত ও ধ্বংস করেছে।”

এর আগেও ইসরায়েলি বাহিনী দাবি করেছে, উত্তর গাজা অঞ্চলে তাদের একাধিক অভিযানে অনেক সামরিক অবকাঠামো শনাক্ত ও ধ্বংস করা হয়েছে এবং বেশ কিছু হামাস যোদ্ধাও নিহত হয়েছে।


Next Post Previous Post