ইন্টার মায়ামির ইতিহাস সৃষ্টি, মেসি ম্যাজিকে ক্লাব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
লিওনেল মেসি আরও একবার প্রমাণ করলেন কেন তিনি ফুটবলের জাদুকর। বৃহস্পতিবার (১৯ জুন) যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে তার দুর্দান্ত ফ্রি-কিকের জয়সূচক গোলে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়েছে। এই জয় মায়ামিকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিয়েছে।
ম্যাচের শুরুতেই ছন্দপতন ঘটে ইন্টার মায়ামির। অষ্টম মিনিটে পোর্তোর স্প্যানিশ ফরোয়ার্ড সামু আগেহোয়া পেনাল্টি থেকে গোল করে তাদের এগিয়ে দেন। প্রথমার্ধজুড়ে পর্তুগিজ ক্লাবটি নিজেদের দাপট বজায় রাখলেও, দ্বিতীয় গোলের দেখা পায়নি।
তবে বিরতির পর সম্পূর্ণ বদলে যায় ম্যাচের চিত্র। মাঠে নেমেই ৪৭তম মিনিটে মার্সেলো ওয়েইগান্টের ক্রস থেকে তেলাসকো সেগোভিয়া এক চমৎকার হাফ-ভলিতে গোল করে মায়ামিকে সমতায় ফেরান। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ—৫৪তম মিনিটে বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে মেসি তার বাঁ পায়ের জাদুতে বল জালে জড়িয়ে দেন। তার চেনা ভঙ্গিতে নেওয়া এই কার্লিং শটটি সরাসরি গোলের ঠিকানা খুঁজে নেয়, আর গ্যালারিতে তখন শুরু হয় মুহুর্মুহু 'মেসি, মেসি' ধ্বনি।
এরপর পোর্তো আর ঘুরে দাঁড়াতে পারেনি। এক গোলের লিড ধরে রেখে ইন্টার মায়ামি বাকি সময় বল নিয়ন্ত্রণে রেখে জয় নিশ্চিত করে।
এই জয়ে ইন্টার মায়ামি দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ'-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিলের পালমেইরাস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মেসির দল এই ব্রাজিলিয়ান দলের বিপক্ষেই মাঠে নামবে, আর সেই ম্যাচেই নির্ধারিত হবে নকআউট পর্বে কারা যাবে।
