বন্ধুত্ব থেকে শত্রুতা: ইরান ও ইসরায়েলের সম্পর্কের এক ঐতিহাসিক মোড়
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পালটাপালটি হামলা অব্যাহত আছে। এই সংঘাতে দু'দেশেই হতাহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা গত ১৩ জুন থেকে সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বর্তমানে চিরশত্রু হিসেবে পরিচিত এই দু'দেশের মধ্যে সংঘাত বহু দশকের পুরোনো শত্রুতার পরিণতি। তবে, এটি বিস্ময়কর যে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত ইরান ও ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র। তাদের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বিদ্যমান ছিল।
ইরানে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে উগ্র শিয়া মুসলিম শাসনব্যবস্থার উত্থান ঘটে, যাদের আদর্শ ছিল গভীরভাবে পশ্চিমা ও ইসরায়েল-বিরোধী। নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে প্রত্যাখ্যান করে। ইসরায়েলকে তারা নিপীড়ন এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে চিত্রিত করতে শুরু করে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং বৈরী অধ্যায়ের সূচনা করে।