পাকিস্তানে সেনাবাহিনীর ওপর আত্মঘাতী হামলা, নিহত ১৩
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক। শনিবার (২৮ জুন) দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম খাইবার ক্রনিকলস এবং আলজাজিরা।
নিরাপত্তা সূত্র জানায়, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি গাড়ির কাছাকাছি বিস্ফোরক ভর্তি যান নিয়ে হামলাটি চালানো হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়।
স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানান, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে, যাতে ছয় শিশু আহত হয়েছে।
হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানের (TTP) সঙ্গে সম্পৃক্ত।
প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তান তার ভূখণ্ডকে পাকিস্তানবিরোধী হামলার জন্য ব্যবহার করতে দিচ্ছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।
প্যারিসভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রায় ২৯০ জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।
