“নির্বাচনের নিরপেক্ষতা প্রমাণে আগে স্থানীয় সরকার ভোট হোক: নূর”
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা যাচাই করতে জাতীয় নির্বাচনের আগে অন্তত সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভা পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন জরুরি।
শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
নূর বলেন, “এই সরকার আগেও দিনের ভোট রাতে করেছে। এবারও তেমন কিছু হবে কি না, তা বোঝা যাবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে।” তিনি দাবি করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। তারা মনে করছে ওই দলই পরবর্তী সরকার গঠন করবে, তাই আগেভাগেই তোষামোদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
নূরের অভিযোগ, “সেই দলের নেতারা যেখানেই যান, তাদের দেওয়া হচ্ছে ভিআইপি প্রটোকল। এটা পক্ষপাতমূলক আচরণ। কোনো দলকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়ার প্রবণতা বাদ দিতে হবে। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে সুরক্ষা কার্যক্রমে সব রাজনৈতিক দলের মতামত গ্রহণ করতে হবে।”
তিনি আরও জানান, “আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি নিয়ে একটি প্রধান দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দল একমত। আমাদের দল গণ অধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে—প্রার্থী সবল হোক বা দুর্বল।”
নূর বলেন, “নির্বাচনের আগে গণহারে হওয়া বিচার ও রাজনৈতিক নিপীড়নের সংস্কার প্রয়োজন। পাশাপাশি, নির্বাচনী পরিবেশ থেকে পেশিশক্তি ও বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকারের কার্যকর ভূমিকা থাকা দরকার।”