বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে ১২ জন নিহত

 


দেশের পাঁচটি ভিন্ন জেলায় বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রভাবে প্রাণ হারিয়েছেন ১২ জন মানুষ।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দুটি উপজেলায় বজ্রপাতের ঘটনায় মারা গেছেন মোট ৫ জন।
কিশোরগঞ্জ জেলায় একটি কলেজের শিক্ষার্থীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধান কাটার সময় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে প্রাণ হারান একজন কৃষিশ্রমিক।
অন্যদিকে, ময়মনসিংহ জেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দুজনের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এসব মর্মান্তিক দুর্ঘটনা একাধিক সময়ে ঘটেছে।



Next Post Previous Post