কৃষক সেজে ফেনসিডিল পাচারকালে আটক দুই ভাই
নাটোর প্রতিনিধি:
কৃষকের ছদ্মবেশে পাওয়ার টিলারে করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
রোববার (১১ মে) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর দুই ছেলে মুক্তারুল ইসলাম (২৭) ও শহীদুল ইসলাম (২৫)।
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. আলমগীর হোসেন জানান, আটক দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত। তারা কৃষকের বেশ ধরে পাওয়ার টিলারে ফেনসিডিল বহন করে চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোরের সিংড়া পর্যন্ত আসে। পথিমধ্যে তারা রাজশাহীর তানোর ও বাগমারা হয়ে গন্তব্যে পৌঁছায়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি গোয়েন্দা দল শেরকোল এলাকায় ওত পেতে থাকে। পরে সন্দেহভাজন পাওয়ার টিলারটিকে থামিয়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
