তিন গণমাধ্যমকর্মী বরখাস্ত, দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার বন্ধ
দেশের তিনটি প্রধান গণমাধ্যমে কর্মরত তিনজন সাংবাদিককে হঠাৎ করেই চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে, বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দীপ্ত টিভির স্ক্রলে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরিবেশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’ ওই চ্যানেলের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমানকেও একই দিনে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে সম্প্রতি প্রচারিত এক রিপোর্টে বিতর্কিত প্রশ্ন তোলা হয়, যেখানে ‘জুলাই অভ্যুত্থানে নিহত ১৪০০ শহীদ’ বিষয়ে প্রশ্ন করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় চ্যানেল আইয়ের এক রিপোর্টারকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চ্যানেলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, “সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে পেশাদারিত্বের ঘাটতির অভিযোগে সংশ্লিষ্ট রিপোর্টারের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
অন্যদিকে, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মো. ফজলে রাব্বিকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, “আপনি রিপোর্টিংয়ে দায়িত্বহীন আচরণ করেছেন, তাই ২৯ এপ্রিল থেকে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।”
ট্রুটাইমস২৪ || ট্রু টাইমস ২৪ || True Times 24 || truetimes24
-
সাংবাদিক বরখাস্ত ২০২৫
-
দীপ্ত টিভি সংবাদ বন্ধ
-
সাংবাদিক ছাঁটাই বাংলাদেশ
-
মোস্তফা সরয়ার ফারুকী বিতর্ক
-
টিভি সাংবাদিক চাকরিচ্যুত
-
মিডিয়া ক্রাইসিস বাংলাদেশ
-
সাংবাদিকতা ২০২৫
-
দীপ্ত টিভি সংবাদ আপডেট
-
মিডিয়া সেন্টসরশিপ বাংলাদেশ
-
সাংবাদিক ছাঁটাই কারণ
-
#সাংবাদিক
-
#চাকরিচ্যুতি
-
#দীপ্তটিভি
-
#বাংলাদেশমিডিয়া
-
#সংবাদ
-
#সংবাদিকবিতর্ক
-
#চ্যানেলআই
-
#এটিএনবাংলা
-
#মিডিয়াক্রাইসিস
-
#ফারুকী
