আইজিপির উদ্যোগে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচিত হলেন কনস্টেবল রিয়াদ
![]() |
| প্রধান উপদেষ্টার সঙ্গে কনস্টেবল রিয়াদ |
সম্প্রতি আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ না করে মানবিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ায় আলোচনায় আসা পুলিশ কনস্টেবল মো. রিয়াদ হোসেনকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পরিচয়ের সুযোগ ঘটে।
মো. রিয়াদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, “বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি স্যার আজ আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আমি কৃতজ্ঞ বাংলাদেশ পুলিশ ও মাননীয় আইজিপি স্যারের প্রতি।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি আন্দোলনকারীদের প্রতি সহনশীল আচরণ করে পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভিডিওটি প্রশংসা কুড়ায় অসংখ্য নেটিজেনদের।
মানবিকতা ও দায়িত্বশীল আচরণের স্বীকৃতিস্বরূপ তাকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ প্রদান করা হয়েছে।
True Times 24 || truetimes24 || ট্রুটাইমস২৪ || ট্রু টাইমস ২৪
Constable Riad Hossain
Police Week 2025 Bangladesh
IGP Baharul Alam
Dr. Muhammad Yunus
Viral humane police officer
Bangladesh Police viral video
President Police Medal Riad
পুলিশ সপ্তাহ ২০২৫
কনস্টেবল রিয়াদ হোসেন
ড. মুহাম্মদ ইউনূস ও রিয়াদ
ভাইরাল কনস্টেবল
মানবিক পুলিশ সদস্য বাংলাদেশ
#ConstableRiad #PoliceWeek2025 #BangladeshPolice #IGPBaharulAlam #DrMuhammadYunus #ViralPoliceBD #HumanPolice #PPMAward #Truetimes24 #পুলিশসপ্তাহ২০২৫ #কনস্টেবলরিয়াদ #ভাইরালপুলিশ #বাংলাদেশপুলিশ #মানবিকপুলিশ
