প্রক্সি ভোট নিয়ে উদ্বেগ, রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতা স্পষ্ট
![]() |
| truetimes24.com |
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নে ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি চালুর বিষয়ে চিন্তা করছে নির্বাচন কমিশন। এ উদ্দেশ্যে মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সভার মূল উদ্দেশ্য ছিল—প্রবাসীদের ভোটাধিকার সংরক্ষণের কার্যকর পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ ও নির্বাচনী বিশ্লেষকদের মতামত সংগ্রহ। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ ২১টি দলের প্রতিনিধি অংশ নেন।
অনেক রাজনৈতিক দলের মতে, প্রক্সি ভোটিংয়ের মতো পদ্ধতি ভোট কারচুপির ঝুঁকি বাড়াতে পারে। তারা বলছে, এই পদ্ধতির মাধ্যমে ভোটারদের আসল মতামত বিকৃত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
দলগুলোর প্রাথমিক পর্যবেক্ষণ হচ্ছে—প্রবাসীদের ভোটাধিকার রক্ষায় প্রক্সি ভোটকে একমাত্র মাধ্যম হিসেবে নির্ভরযোগ্য ধরা ঠিক হবে না। প্রযুক্তিগত নিরাপত্তা, আইনি কাঠামো এবং জনআস্থার দিক বিবেচনায় আরও গবেষণা ও পর্যালোচনার প্রয়োজন আছে।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও নেতারা বলেছেন, এমন একটি সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে জনমত, রাজনৈতিক ঐকমত্য এবং ডিজিটাল নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে।
সবশেষে বলা হয়, এই বিষয়ে চূড়ান্ত মতামত দলের অভ্যন্তরীণ আলোচনার পর জানানো হবে।
ট্রু টাইমস ২৪ || ট্রু টাইমস ২৪ ডট কম || Truetimes24 || True Times 24 || truetimes24.com
-
প্রবাসীদের ভোটাধিকার
-
প্রক্সি ভোটিং বাংলাদেশ
-
নির্বাচন কমিশন সভা ২০২৫
-
ভোট কারচুপি ও আস্থা সংকট
-
রাজনৈতিক দলের মতামত ভোটে
-
ডিজিটাল নিরাপত্তা ভোটিং
-
প্রবাসী ভোটিং সিস্টেম বাংলাদেশ
-
নির্বাচনী জালিয়াতি আশঙ্কা
-
বিএনপি জামায়াত নির্বাচন মন্তব্য
-
ইসির নতুন ভোটিং পরিকল্পনা
