হত্যাচেষ্টার অভিযোগে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অপু বিশ্বাসসহ ১৭ জন তারকা আসামির তালিকায়

সুবর্ণা মুস্তাফা, অপু বিশ্বাস ও নিপুণ আক্তারফাইল ছবি


জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময়ের একটি ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের ১৭ জন তারকার নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে আছেন সুবর্ণা মুস্তাফা, অপু বিশ্বাস ও নিপুণ আক্তারের মতো পরিচিত মুখও। আদালত গতকাল (সোমবার) তাঁদের বিরুদ্ধে মামলার আদেশ দেন।

ঢাকার ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, আজ (মঙ্গলবার) তাঁরা আদালতের আদেশের কপি হাতে পেয়েছেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত মার্চ মাসে এনামুল হক নামের একজন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন, যাতে মোট ২৮৩ জনকে আসামি করা হয়। সেই আবেদনের ভিত্তিতে আদালত ভাটারা থানায় এটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

ভাটারা থানার তদন্ত কর্মকর্তা সুজন হক বলেন, মামলাটি এজাহার আকারে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে এবং এতে মেহের আফরোজ শাওন, নুসরাত ফারিয়া, জায়েদ খান, ভাবনা, আজিজুল হাকিমসহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। বিস্তারিত তথ্য এজাহার জমা দেওয়ার পর পাওয়া যাবে বলে জানান তিনি।

এদিকে, সাম্প্রতিক সময়ে অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধেও আরেকটি মামলা হয়েছে। রাজধানীর মিরপুরে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি কর্মী মাহফুজ আলম (শ্রাবণ) গুলিবিদ্ধ হয়ে নিহত হন—এই ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।


ট্রু টাইমস ২৪ || ট্রু টাইমস ২৪ ডট কম || Truetimes24 || True Times 24 || truetimes24.com

Next Post Previous Post