অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুটি মামলা, গুলশান থানায় হস্তান্তরের প্রস্তুতি

সিদ্দিকুর রহমান

অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা রয়েছে বলে জানা গেছে। তাকে ওই থানায় হস্তান্তর করে মামলাগুলোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

ডিসি মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনার জেরে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে। এই কারণেই তাকে গুলশান থানায় পাঠানো হবে। ইতোমধ্যে গুলশান থানার একটি দল রমনা থানায় এসে তাকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

এর আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় সিদ্দিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে এবং তার কাপড় ছিঁড়ে যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে রাজধানীর কাকরাইল এলাকায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে। ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, সিদ্দিককে থানায় নেওয়া হচ্ছে।







True Times 24 || truetimes24 || ট্রুটাইমস২৪ || ট্রু টাইমস ২৪


  • সিদ্দিকুর রহমান মামলা

  • গুলশান থানা খবর

  • অভিনেতা সিদ্দিক গ্রেফতার

  • বৈষম্যবিরোধী আন্দোলন

  • সিদ্দিক হত্যা মামলা

  • কাকরাইল সিদ্দিক ভিডিও

  • গুলশান পুলিশেvideo

  • Siddiqur Rahman case

  • Gulshan police station news

  • Actor Siddiq arrested

  • Discrimination protest Bangladesh

  • Siddiq viral video

Next Post Previous Post