আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) তালেবান সরকারের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০২৫ সালের ৮ জুলাই, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এই আদালত এক বিবৃতিতে জানায়, নারী অধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। ২০২১ সালে পশ্চিমা-সমর্থিত আশরাফ ঘানি সরকারকে উৎখাত করে তালেবান ক্ষমতা দখল করে। ক্ষমতায় আসার পর তারা নারীদের শিক্ষা, চলাফেরা ও পোশাকের ওপর নানা কঠোর বিধিনিষেধ আরোপ করে। বর্তমানে আফগানিস্তানে মেয়েরা ষষ্ঠ শ্রেণির পর আর স্কুলে যেতে পারে না। নারীদের জন্য বাইরে বের হলে মুখ ঢাকা বোরকা পরা বাধ্যতামূলক এবং অপরিচিত পুরুষের দিকে তাকানোও নিষিদ্ধ। আইসিসির মতে, এসব নীতিমালা নারী জাতির বিরুদ্ধে সংঘটিত ব্যাপক ও সাংগঠনিক নিপীড়নের শামিল, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হয়। আফগানিস্তান আইসিসির সদস্য না হলেও, গুরুতর মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আদালত আন্তর্জাতিকভাবে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে।