২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২৫ জন
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ৪২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকা বিভাগের বাইরের জেলাগুলোতে ৩৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৮ জন, দক্ষিণ সিটিতে ৫৫ জন, খুলনায় ১৮ জন, ময়মনসিংহে ১১ জন, রাজশাহীতে ৪৮ জন এবং সিলেটে একজন আক্রান্ত হয়েছেন।
এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭৭ জন। এ নিয়ে চলতি বছরে মোট ১১ হাজার ৭৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ৭ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৮ জনে। আক্রান্তদের মধ্যে ৫৯.৩ শতাংশ পুরুষ এবং ৪০.৭ শতাংশ নারী।
ডেঙ্গুতে মৃত তিনজনের মধ্যে দুই জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।
গত বছরের চিত্র আরও ভয়াবহ ছিল। ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ডেঙ্গুর এই ধারাবাহিক বৃদ্ধি বিশেষজ্ঞদের আশঙ্কা বাড়িয়ে তুলছে। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন তারা।