নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে হামজারা, বাফুফের ইউরোপ পরিকল্পনা ভেস্তে

 


প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়ে ইউরোপের সাতটি দেশকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শ্রীলঙ্কা থেকেও এসেছিল ম্যাচ খেলার আগ্রহ। কিন্তু শেষ পর্যন্ত সেই সব পরিকল্পনা বাস্তব রূপ পায়নি। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে নেপালকেই প্রতিপক্ষ হিসেবে নির্ধারণ করেছে বাফুফে।

আজ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলো এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে নেপাল ১৭৫ নম্বরে এবং বাংলাদেশ ১৮৩ নম্বরে অবস্থান করছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে এখন পর্যন্ত ২৮টি ম্যাচে বাংলাদেশ ১৪টি জয় পেয়েছে, হার ৯টিড্র ৫টি

আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশের সামনে। ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। তার আগে হামজা চৌধুরী, শমিত সোমদের জন্য এই নেপাল ম্যাচ দুটি হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতি।

বাছাইপর্বের ‘সি’ গ্রুপে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ম্যাচে ১ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে সিঙ্গাপুর ও হংকং ৪ পয়েন্ট করে নিয়ে রয়েছে শীর্ষ দুটি স্থানে। ভারতেরও পয়েন্ট বাংলাদেশের মতো ১, তবে গোল ব্যবধানে তারা রয়েছে চারে। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারের ফলে বাংলাদেশের সামনে বাকি থাকা ম্যাচগুলো কার্যত অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে।

Next Post Previous Post