হত্যা মামলায় গ্রেপ্তার, আদালতে অঝোরে কাঁদলেন সাবেক প্রতিমন্ত্রী পলক

সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন।
আদালতকক্ষ থেকে পুলিশ যখন তাঁকে বের করে আনে, তখন এক সাংবাদিক বলেন, ‘ও পলক ভাই, আপনি আজ কাঁদলেন কেন?’ —এ প্রশ্নে পলক কিছু না বলেই নিরব থাকেন। উপস্থিত সাংবাদিকদের কোনো প্রশ্নেরই তিনি জবাব দেননি।
জানা গেছে, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় আজ তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা তাঁর আইনজীবীদের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।