ইবি’র সহযোগী অধ্যাপক আজিজুল ইসলাম যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত

 




ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে যৌন হয়রানিসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৫ জুলাই) বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি, অশালীন মন্তব্য, ক্লাসে অনাকাঙ্ক্ষিত আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা আদান-প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ গণমাধ্যমেও প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি মোতাবেক জীবন ধারণ ভাতা পাবেন। পাশাপাশি, অভিযোগের পূর্ণ তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনকে। অন্যান্য সদস্যরা হলেন—লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।

কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর জমা দিতে বলা হয়েছে।

Next Post Previous Post