সত্য ও ন্যায়ের পথে আশুরা আমাদের প্রেরণা জোগায়: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় মানবজাতিকে প্রেরণা ও সাহস জোগাবে। শনিবার (৫ জুলাই) আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।
বাণীতে তিনি বলেন, "পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালায় শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।"
তিনি বলেন, ইসলাম শান্তি, ন্যায় ও সত্যের ধর্ম। সেই আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার এবং সহচররা কারবালার প্রান্তরে আত্মত্যাগ করেন। এ আত্মত্যাগ মানব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রফেসর ইউনূস আরও বলেন, কারবালার মর্মন্তুদ ঘটনার পাশাপাশি পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে ফজিলতপূর্ণ একটি দিন। বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনাও এই দিনে সংঘটিত হয়েছে। হাদিস অনুযায়ী রাসুল (সা.) এই দিনে দুটি রোজা পালনের প্রতি গুরুত্ব দিয়েছেন।
তিনি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করেন।
