সংবর্ধিত প্রতীক তালিকা: শাপলা বাদ, ১১৫টি প্রতীক যাচাইয়ে আইন মন্ত্রণালয়ে পাঠাল ইসি

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি। সংশোধিত এই তালিকা বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তবে নতুন তালিকায় জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি বলে ইসির সংশ্লিষ্ট শাখা বৃহস্পতিবার (১০ জুলাই) জানিয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, কমিশনের একটি কমিটি প্রাথমিকভাবে ১৫০টি প্রতীক চূড়ান্ত করলেও, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১৫টি প্রতীক তালিকাভুক্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় চাইলে এই তালিকা থেকে কোনো প্রতীক বাদ দেওয়া বা নতুন প্রতীক যুক্ত করার সুপারিশ করতে পারবে।
কর্মকর্তারা আরও জানান, দেশে রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে এবং ১৪৭টি নতুন দল ইতোমধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছে। ভবিষ্যতে প্রতীকের সংকট এড়াতে আগেভাগেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, 'নির্বাচন পরিচালনা বিধিমালা' সংশোধনের প্রস্তাবে ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি।
বর্তমানে ইসির তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। নতুন ৪৬টি যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ১১৫-এ। এ তালিকায় রয়েছে— আপেল, আনারস, কোদাল, খাট, ঘড়ি, ফ্রিজ, ট্রাক, বাঘ, রকেট, রিকশা, ঈগল, লাঙল, তরমুজ, শঙ্খ, বাইসাইকেল, কবুতর, ঘোড়া, সেলাই মেশিন, দাঁড়িপাল্লা, কলস, বৈদ্যুতিক পাখা, চাবি, চিংড়ি, দোয়াত-কলম, চশমা, ধানের শীষ, মোটরগাড়ি, মশাল, কুমির, নৌকা, হাঁস, কম্পিউটার, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, মোমবাতি, মোবাইল ফোন, হাতি, হারিকেন, হক্কা ও হেলিকপ্টারসহ নানা প্রতীক।
বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন তালিকায় এই দলগুলোর জন্য প্রতীক সংরক্ষিত থাকবে। বাকি প্রতীকগুলো ভবিষ্যতের দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।