গ্রেপ্তার ৩, উদ্ধার অস্ত্র: খুলনার ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথ বাহিনীর সফল অভিযান


খুলনার শীর্ষ সন্ত্রাসী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু (গ্রেনেড বাবু)-এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। গতকাল শনিবার (৬ জুন ২০২৫) দিবাগত রাত ২টা থেকে আজ রোববার (৭ জুন ২০২৫) সকাল ৭টা পর্যন্ত নগরের শামসুর রহমান রোডে এই অভিযান চলে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটারগান, কয়েক রাউন্ড গুলি এবং কয়েকটি দেশের মুদ্রা

গ্রেপ্তারকৃতরা হলেন রনি চৌধুরীর বাবা জোনায়েদ চৌধুরী এবং শামসুর রহমান রোডের আব্দুর রহমান ও ইদ্রিস গাজী

 খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার জানান, সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী শনিবার দিবাগত রাতে বাড়িটিতে তল্লাশি চালায়। অভিযানে একটি ওয়ান শুটারগান, ৩টি গুলি, ২৫টি ক্রেডিট কার্ড, ২৬৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ৫০ দিরহাম, ৩৩০ ভারতীয় রুপি, ৪৮১ মার্কিন ডলার, দুটি স্মার্টফোন, ৩টি বাটন ফোন এবং দুটি ব্যাংকের স্বাক্ষর করা চেক বই উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, অভিযান শেষে গ্রেপ্তারকৃত তিনজনকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে ৪ এপ্রিলও (২০২৫) গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছিল। ওই সময় তাঁর বাবা-ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেই অভিযানে অস্ত্র ও মাদক বিক্রির ৩৮ লাখ টাকাও উদ্ধার করা হয়েছিল

পুলিশ সূত্র জানায়, খুলনা নগরের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় ২০২৩ সালের ২৭ মার্চ রনি চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০১০ সালের ১০ জুন মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

Next Post Previous Post