
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের শুধু নৈতিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, তাদের দেশপ্রেমেও উদ্বুদ্ধ হতে হবে। তাঁর মতে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য। বৃহস্পতিবার (জুন ১৯, ২০২৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ২০২৫ সালের এইচএসসিপরীক্ষার্থীদের বিদায়, দোয়া এবং প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
কলেজ অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওছমান গণি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল ও ডিএম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, এবং কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন। বাংলা বিভাগের প্রভাষক শরিফুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "অন্যায়, অবিচার, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সব যুগেই ছাত্রসমাজ বুকের তাজা রক্ত দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে ছাত্র-জনতা ত্যাগ স্বীকার করেছে। তোমাদের এই ত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।"