জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা



রিশালে জামিনে মুক্তি পাওয়া মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ বিএনপির ছয় নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক যুবলীগ নেতা। রোববার (৪ মে) গভীর রাতে নগরীর স্টেডিয়াম কলোনীতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন।

ভুক্তভোগীদের অভিযোগ, বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ সদস্য আলআমিন এই হামলার নেতৃত্ব দেন। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তার বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। আলআমিন চাঁদমারি এলাকার করিম হাওলাদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

আহতরা হলেন—মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদাউস হাওলাদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসলাম, বিএনপি নেতা রেজাউল করিম রাজা, এবং কর্মী শাহিন, কাওসার ও রাজিব খান।

আহত আসলামের ভাই আবদুর রহিম জানান, স্থানীয়দের অভিযোগে বারবার আলোচনায় আসা আলআমিন এক সময় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। জমি দখল ও মাদক নিয়ন্ত্রণসহ নানা অপরাধে তিনি সম্পৃক্ত বলে জানান তিনি। গত বছর ৪ সেপ্টেম্বরও একই এলাকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে আহত করেছিলেন আলআমিন। তখন গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে ফের একই ধরনের হামলা চালান তিনি।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আলআমিনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Next Post Previous Post