খাগড়াছড়ির দুই সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ, বিএসএফের পুশ-ইনের অভিযোগ

 

ট্রু টাইমস ২৪


খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার সকাল ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত পয়েন্ট দিয়ে তিনটি পরিবারে মোট ২৭ জন এবং পানছড়ির তিনটি ভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আরও ৩৯ জন ভারতীয় বাংলাদেশে প্রবেশ করেন।
প্রবেশকারীদের ভাষ্যমতে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জোরপূর্বক তাঁদের বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিয়েছে।
এই ভারতীয় নাগরিকরা সবাই গুজরাট রাজ্যের বাসিন্দা এবং বাংলা ও গুজরাটি ভাষায় কথা বলতে সক্ষম।
মাটিরাঙ্গায় ভোরবেলা অবৈধভাবে প্রবেশের পর তাঁরা প্রথমে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে আশ্রয় নেন বলে জানা গেছে।
পরবর্তীতে বিজিবি ওই নাগরিকদের নিজেদের হেফাজতে নেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা জানিয়েছেন, নির্ভরযোগ্য সূত্র না হলেও মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিকের অনুপ্রবেশের খবর পাওয়া গেছে।
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে আলোচনা চলছে।



Next Post Previous Post