যে কারণে নতুন কোচ নিয়ে আশাবাদী তাসকিন
বাংলাদেশ জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিমান বোলার শন টেইট। চলমান টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই টাইগারদের পেস বিভাগে কোচিং শুরু করেছেন তিনি। নতুন এই কোচ সম্পর্কে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা পেসার তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার একটি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন তাসকিন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টেইটকে নিয়ে বলেন, ‘আশা করছি উনি ভালো করবেন। কারণ উনি আধুনিক যুগে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটসহ অন্যান্য সংস্করণে। অস্ট্রেলিয়ার মতো একটি শক্তিশালী দলে খেলেছেন। ২০১৩ সালের বিপিএলে আমি ও উনি একই দলে ছিলাম। তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। আমার বিশ্বাস, উনি আমাদের সহায়তা করতে পারবেন। যদিও এখন পর্যন্ত তার কোচিংয়ে কাজ করার সুযোগ হয়নি, তবে আমি বেশ আশাবাদী।’
এ সময় নিজের টেস্ট ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়েও কথা বলেন তাসকিন। তিনি বলেন, ‘আগেও একবার টেস্ট থেকে কয়েক মাসের জন্য বিরতিতে ছিলাম। যদি শরীর আবার পুরোপুরি ঠিক হয়ে যায়, তাহলে অবশ্যই ফিরতে চাই। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আর দ্রুত বোলিং করতে আমার খুব ভালো লাগে। যেকোনো ফরম্যাটেই হোক, আমি খেলতে চাই।’
পায়ের গোড়ালির ইনজুরির চিকিৎসা নিতে সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন তাসকিন। সেখানে তিনজন বিশেষজ্ঞ ক্রীড়া চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং এখন পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। ইনজুরি প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আসলে ফাস্ট বোলারদের ইনজুরি খুব স্বাভাবিক ব্যাপার। এটা আমাদের পেশারই অংশ। আগে যখন কাঁধ বা অন্যান্য জায়গায় চোট পেয়েছিলাম, তখন অনেকেই চিন্তিত ছিল— এমনকি আমিও ভাবতাম টেস্টে ফিরতে পারব কি না। তবে এসব আসলে সাময়িক।’
উল্লেখ্য, গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আরব আমিরাতে ২-১ ব্যবধানে সিরিজ হারার পর পাকিস্তান সফরেও হারে দিয়ে শুরু করেছে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে আগামীকাল শুক্রবার এবং শেষ ম্যাচটি ১ জুন অনুষ্ঠিত হবে।
