দোহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ কবরস্থান এলাকার কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ জামালচর এলাকার এনাই মিয়ার ছেলে এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। ঘটনার সময় তিনি পেছনে বসা অবস্থায় ছিলেন, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার শাহজাহানের ছেলে শাওন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে পালামগঞ্জ কবরস্থানের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহাগ গুরুতর আহত হন। তাঁকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাওনসহ দুর্ঘটনায় আহত অন্যান্যরা হাসপাতালে না থেকে পালিয়ে যান।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. রেজাউল করিম জানান, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
