যুবককে তুলে নিতে বাধা, গুলিতে যুবদল কর্মী নিহত

Youth activist shot dead after being prevented from picking up young man

যুবদলের কর্মী মো. শাকিল সম্প্রতি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নেন। / ছবি: সংগৃহীত


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে দুর্বৃত্তদের গুলিতে মো. শাকিল (২৮) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। তার ছোট ভাই শুভ (২৫) গুরুতর আহত হয়েছেন ধারালো অস্ত্রের আঘাতে।

সোমবার রাত ৮টার দিকে ইসলামিয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলসহ কয়েকজন চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক যুবককে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। শাকিল ও অন্যরা বাধা দিলে হামলাকারীরা শাকিলকে গুলি করে এবং শুভকে কুপিয়ে জখম করে।



স্থানীয়রা দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জনতা ধাওয়া দিয়ে তিন হামলাকারীকে ধরে ফেলে এবং পুলিশ তাদের হেফাজতে নেয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বেগমগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. হাবীবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক তিনজনকে থানায় নিয়ে যায়। হামলাকারীদের ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে দেওয়া হয়েছে, যা উদ্ধারের কাজ চলছে। নিহত শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Next Post Previous Post