নাহিদ ইসলামকে "আগামীর প্রধানমন্ত্রী" ঘোষণা !
শুভেচ্ছায় চমক – নাহিদ ইসলামকে "আগামীর প্রধানমন্ত্রী" ঘোষণা
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় হাসনাত আব্দুল্লাহ। তিনি বার্তায় লেখেন, "শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।" তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে গুঞ্জন, সমালোচনা ও বিশ্লেষণ।

