মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
মাগুরায় ৮ বছর বয়সী সেই শিশুকে ধর্ষণ ও হত্যা করার অভিযোগে দায়ের হওয়া মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০টা ২৫ মিনিটে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
আজকে তিনজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। এরা হলেন শিশুটির মা, অভিযুক্ত হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন এবং ভ্যানচালক রুবেল, যিনি অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
এর আগে, পুলিশ গত ১৩ই এপ্রিল আদালতে এই মামলার চার্জশিট জমা দেয়। এরপর গত ২৩শে এপ্রিল মামলার অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের শুনানি শেষে আদালত ৪ জন আসামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন।
গত ৬ই মার্চ শিশুটি মাগুরা সদরে তার বোনের বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয়। এরপর ১৩ই মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামিদের মধ্যে হিটু শেখ ইতিমধ্যেই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
