ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ বিভাগে বৈশাখী উৎসব উদযাপন

 



মায়িশা ফাহমিদা:

নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ বিভাগে আজ (২৭ এপ্রিল) আয়োজন করা হয়েছে বৈশাখী উৎসব ১৪৩২। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ কবিতার আবহে সাজানো এই আয়োজন নতুন আশার বার্তা নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ উৎসবে রয়েছে দিনব্যাপী বৈশাখী মেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ আয়োজন। বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে আয়োজনস্থল।

অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় উদ্বোধন, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে দিনব্যাপী বৈশাখী মেলা এবং দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিভাগের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে এই প্রাণের উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।





Next Post Previous Post