তুচ্ছ ঘটনার জেরে খুন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ

 

জাহিদুল ইসলাম পারভেজ

রাজধানীর বাড্ডায় জাহিদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থী নিজ ক্যাম্পাসের সামনেই খুন হয়েছেন।
পারভেজ তার দুই বন্ধুকে নিয়ে ক্যাম্পাসের সামনে শিঙাড়া খাচ্ছিলেন। সেখানে দুই নারী শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। তারা ধারণা করেন, পারভেজ ও তার বন্ধুরা তাদের নিয়ে হাসাহাসি করছেন। এরপর তারা সম্ভবত তাদের পরিচিত কারও—সম্ভবত বয়ফ্রেন্ডকে খবর দেন।

কিছুক্ষণ পর ক্যাম্পাসের বাইরে থেকে তিনজন যুবক এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চান। উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু কিছুক্ষণ পর ওই তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেজকে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর ছুরিকাঘাত করে হত্যা করে।



একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ হারাতে হলো পারভেজকে। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পারভেজ যখন ইন্টারমিডিয়েটে পড়তেন, তখন ময়মনসিংহ টাউন হলের পাশে একটি মেসে থাকতেন। রয়েল মিডিয়া কলেজের ছাত্র ছিলেন তিনি। অত্যন্ত হাসিখুশি, ভদ্র ও বিনয়ী একজন ছেলে ছিলেন পারভেজ। সালাম দিতে দিতে যেন হাসতে হাসতে নুয়ে পড়তেন। সেই হাসিই যেন আজ তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো।

এই হত্যাকাণ্ড একটি ক্ষমতা ও দম্ভ প্রদর্শনের নির্মম পরিণতি। ভিডিও ফুটেজ রয়েছে, অসংখ্য প্রত্যক্ষদর্শী রয়েছেন।
এই জঘন্য হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ও দ্রুত বিচার নিশ্চিত হোক—এটাই সকলের প্রত্যাশা।



Next Post Previous Post