জনসেবায় বিএনপি: থলপাড়ায় নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ কর্মসূচি
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় নদীভাঙনের ঝুঁকি রোধে স্থানীয় বিএনপির উদ্যোগে নেওয়া হয়েছে জিও ব্যাগ ফেলার কর্মসূচি। ২০ এপ্রিল (রবিবার) থলপাড়া ব্রিজ সংলগ্ন নদীতীরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এ সময় তিনি বলেন, “নদীভাঙন একটি ভয়াবহ প্রাকৃতিক সমস্যা। সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বিএনপি স্থানীয়ভাবে জনগণকে সাথে নিয়ে উদ্যোগ নিচ্ছে। এই জিও ব্যাগ প্রকল্প সাধারণ মানুষের বসতভিটা রক্ষায় সহায়ক হবে।”
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, আমির হোসেন লেবু, যুগ্ম সম্পাদক আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহেরুল হক খোকন এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
এছাড়া ৩নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহিদুর রহমান পাষাণ মৃধা এবং সাধারণ সম্পাদক মো. জুয়েল খান ছাড়াও ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নদীভাঙনের ভয়াবহতা সম্পর্কে স্থানীয়রা বলেন, প্রতিবছর বর্ষায় এই এলাকায় নদী গর্ভে হারিয়ে যায় বহু জমি ও ঘরবাড়ি। এবছর আগেভাগেই উদ্যোগ নেওয়ায় তারা আশাবাদী।
থালপাড়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, “এই কাজটা আমাদের জন্য আশীর্বাদ। আগের বছর ভাঙনে অনেক ক্ষতি হয়েছে, এবার হয়তো রক্ষা পাবো।”
এদিকে, কর্মসূচিতে অংশ নিয়ে অনেকেই বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে সরকারবিরোধী রাজনীতি, অন্যদিকে জনসেবামূলক কার্যক্রম—এ দুটি বিষয় মিলিয়ে মাঠে সক্রিয় থাকার কৌশল নিচ্ছে বিএনপি।
কর্মসূচি শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।


