নববর্ষে ঐক্যের বার্তা দিলেন ছাত্রদল নেতা সায়দার রহমান সোহান
সায়দার রহমান সোহান
বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রেক্ষাপটে দেশবাসী ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সায়দার রহমান সোহান। তিনি বলেন, “নববর্ষ হোক নতুন প্রত্যাশা ও অঙ্গীকারের প্রতীক। এ বছর হোক গণতন্ত্র ও অধিকার আদায়ের পথচলায় নতুন দিগন্তের সূচনা।”
এই উদীয়মান ছাত্রনেতা নিজেকে “তারেক জিয়ার আদর্শের সৈনিক” হিসেবে পরিচয় দিয়ে জানান, “রাজপথই আমাকে গড়ে তুলেছে। এখানেই আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছি, নেতৃত্ব দিতে শিখেছি। ছাত্রদলের পতাকা হাতে আমি লড়ে যাচ্ছি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে।”
তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি দীর্ঘ ঐতিহ্যের ধারক। সেই ধারাকে সম্মান জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে। বর্তমান সময়ে, যখন গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে, তখন ছাত্রসমাজের দায়িত্ব অনেকগুণ বেড়েছে।”
সোহান আশাবাদ ব্যক্ত করে বলেন, “নববর্ষ ১৪৩২ আমাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিক। ছাত্রসমাজ যেন এক হয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসে।”
তার ভাষ্য, “ছাত্র রাজনীতি মানে শুধু মিছিল কিংবা স্লোগান নয়—এটা আদর্শ, দায়িত্ব ও নেতৃত্বের অনুশীলন। এটি তরুণ প্রজন্মকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে।”
সবশেষে তিনি বলেন, “আসুন আমরা দলমত নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণে একসাথে কাজ করি। ছাত্রদল অতীতে যেমন ছিল জনগণের কণ্ঠস্বর, ভবিষ্যতেও সে ভূমিকায় অবিচল থাকবে।”
